পটুয়াখালীর গলাচিপার আমখোলা ইউনিয়নের মুদির হাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
আজ দুপুরে হাটের মাঝামাঝি সিকদার বাড়ির সামনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এতে ১৮ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি বাসের সামনে চলে আসলে সংঘর্ষ ঘটে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পরা বাসটি কয়েকজন পথচারীর গায়ে উঠিয়ে দেয়। এতে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় গলাচিপা ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★