
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী উপজেলায় এসএসসি পরীক্ষায় ৫২ জন এবং দাখিল পরীক্ষায় ৪ জন পরীক্ষার্থী জিপিএ – ৫ পেয়েছে। সকল জিপিএ-৫ প্রাপ্তরা বিজ্ঞান বিভাগের। আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, আমতলী উপজেলায় এ বছর পাঁচটি পরীক্ষা কেন্দ্রে এক হাজার পাচ’শ ৫৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬৭০ জন উত্তীর্ণ হয়েছে। ওই পরীক্ষার্থীর মধ্যে ৫২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এমইউ মাধ্যমিক বিদ্যালয় ২১ জন, একে সরকারী মাধ্যমিক বিদ্যালয় ১৮ জন,এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ৪ জন , চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় ৫ জন, গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয় ১ জন, চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় ১ জন ও আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন পরীক্ষার্থী জিপিএ – ৫ পেয়েছে। এছাড়া মাদ্রাসা থেকে নয়’শ ৭৭ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ৪০৫ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪ জন পরীক্ষার্থী। আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াদ হাসান বলেন, পরীক্ষা পদ্ধতি পাল্টে যাওয়ায় প্রকৃত মেধাবীরাই ভালো ফলাফল করেছে। আগামী দিনে শিক্ষার্থীরা লেখাপড়ার মনোযোগী হবে।