বরগুনার আমতলীতে ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রারম্ভিক সভা(Inception Meeting) অনুষ্ঠিত হয়েছে। বিশুদ্ধ পানির অপর্যাপ্ততা মোকাবেলার প্রচেষ্টায়,ব্র্যাক ওয়াশ স্কুল পর্যায়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচি প্রোগ্রামের আয়োজন করেছেন।
আজ (২০ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় আমতলী উপজেলা পরিষদ হল রুমে ব্র্যাক ওয়াশ কর্মসূচির এক প্রারম্ভিক সভা(Inception Meeting) অনুষ্ঠিত হয়েছে।
এ সভা আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, মুহম্মদ আশরাফুল আলম, উপজেলা নির্বাহী অফিসার,এতে বিশেষ অতিথি ছিলেন, মো: ওলি আহাদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার , জেলা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন, ডেপুটি টেকনিক্যাল ম্যানেজার সাগর চন্দ্র হাওলাদার, এরিয়া ম্যানেজার ব্র্যাক মো: আশরাফুল ইসলাম, টেকনিক্যাল অফিসার ইসমাইল হোসেন,প্রোগ্রাম অর্গানাইজার সাথী রানী কর্মকার ও আমতলী এনজিও ফোরামের সভাপতি মো.জাকির হোসেন ও আমতলী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি শাহ্ মুহাম্মদ সুমন রশিদ ও সাংগঠনিক সম্পাদক মো: সাওন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ আয়োজনে বক্তারা বলেন,ব্র্যাক ওয়াশ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য এবং কর্ম পরিধি, অংশীদারিত্ব, ওয়াশ টেকনোলজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। উপস্থিত অতিথিবৃন্দ আলোচনার মাধ্যমে তাদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনা তুলে ধরেন।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★