মো: রিয়াজ মৃধা ,আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলীর খেকুয়ানী গ্রামের ফরাজি বাড়ীর হযরত বারেক শাহ্ চিশতি পরলোকগমন উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা, ওরশ মাহফিল ও চল্লিশা অনুষ্ঠিত হয়েছে।এতে শত শত তরীকাভক্ত মুরিদানরা উপস্থিত থেকে এ অনুষ্ঠানকে আলোকিত করেছেন।
এলাকা ও ভক্তবৃন্দ সুত্রে জানাগেছে,হয়রত বারেক শাহ্ তিনি আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী গ্রামের বাসিন্দা তিনি ওই গ্রামের ফরাজি বাড়ীর মো: শের আলী ফরাজির চতুর্থ পুত্র।তিনি ১৯৪০ সালে জন্ম গ্রহণ করেন। দীর্ঘ ৮৫ বছর বয়সে পরলোক গমন করেছেন।
আজ মঙ্গলবার ৩ জুন বাংলা ২২ জৈষ্ঠ সন্ধা ৭ টার দিকে গুলিশাখালীর খেকুয়ানী গ্রামের ফরাজি বাড়ীতে এ অনুষ্ঠান শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করেন,মো:কুদ্দুছ ফরাজি,গদীনিশি,হযরত বারেক শাহ্ চিশতি, মাজার শরীফ,খেকুয়ানী ফরাজি বাড়ী।
প্রধান অতিথি ছিলেন,হযরত খাজা বাবুল শাহ্ চিশতি,প্রধান খাদেম, হযরত খাজা ইসমাইল শাহ্(র:)মাজার শরীফ, আমতলী।
বিশেষ অতিথি ছিলেন,মো: রফিকুল ইসলাম নয়ন গাজী,শাহ্ মুহাম্মদ সুমন রশিদ (সাংবাদিক),আবদুস ছোবাহান সিকদার,মো:ওয়াহেদ গাজী।
এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আঞ্চলিক শিল্পীবৃন্দরা উপস্থিত থেকে ইসলামিক গান ও বাউল শিল্পিরা গান পরিবেশন করেছেন। দক্ষিণ অঞ্চলের আলোচিত শিল্পি লাকি দেওয়ান ও রাজা দেওয়ান উপস্থিত থেকে বাউল গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে তুলেছেন।
এতে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,শিল্পী গাজী আবদুল রাজ্জাক (রাজা দেওয়ান)
এ অনুষ্ঠান ভোর ৪টা পর্যন্ত চলেছে। এ অনুষ্ঠান শেষে শতশত ভক্তবৃন্দ ও মুরিদানদের মাঝে তবারক ও বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★