আমরা প্রতিশোধ চাই না, গণতন্ত্র চাই"
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পটুয়াখালীতে
আমরা প্রতিশোধ চাই না, গণতন্ত্র চাই" এমন কথা বলেছেন জেলা বিএনপির সমাবেশে এ কথা বলেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
আরো বলেছেন, "আমরা হামলা-মামলার শিকার হয়েছি, কিন্তু রাজপথ ছাড়িনি। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ আমাদের ওপর যে অত্যাচার, নির্যাতন, হামলা-মামলা চালিয়েছে, তার প্রতিশোধ নিতে চাই না। আওয়ামী লীগ কুকুরের মতো কামড়েছে, কিন্তু আমরা তা করবো না।"
তিনি আরও বলেন, "আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক।" মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পটুয়াখালীতে জেলা বিএনপির সমাবেশে এ কথা বলেন তিনি।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★