গলাচিপা প্রতিনিধি:
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার একজন সুপরিচিত ও সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন জনাব আসাদুজ্জামান সবুজ। তিনি জন্মেছেন একটি রাজনৈতিক ও জনকল্যাণে নিবেদিত পরিবারের গর্বিত সন্তান হিসেবে। তাঁর পিতা, প্রয়াত আবু তালেব মিয়া, ছিলেন গলাচিপা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, গলাচিপা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সহ সভাপতির দায়িত্ব পালনকারী এক কৃতী নেতা।
পিতার আদর্শ ও দেশপ্রেমের চেতনা ধারণ করে আসাদুজ্জামান সবুজ নিজেও রাজনীতির ময়দানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন কর্মীবান্ধব, মানবিক ও নীতিবান নেতা হিসেবে। তিনি গলাচিপা উপজেলা বিএনপির একজন নিরলস সংগঠক এবং দলের কঠিন সময়েও অবিচল থেকে নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়ে এক বিশ্বস্ত সৈনিক হিসেবে পরিচিতি অর্জন করেছেন।
জনগণের সুখে-দুঃখে সবসময়ই ছায়ার মতো পাশে থাকেন তিনি। এলাকার সাধারণ মানুষ, রাজনৈতিক সহযোদ্ধা ও তরুণ প্রজন্মের কাছে তিনি একজন সহজ, সরল ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রতীক। রাজনৈতিক মাঠে যেমন তিনি সক্রিয়, তেমনি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও মানুষের সাহায্যে তিনি সদা প্রস্তুত থাকেন।
আসাদুজ্জামান সবুজ কেবল একটি নাম নয় — তিনি গলাচিপা উপজেলা বিএনপির আশার বাতিঘর, একজন দায়িত্বশীল অভিভাবক এবং একটি সংগ্রামী প্রজন্মের অনুপ্রেরণা।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★