
মোঃ বাপ্পি মিয়া,পটুয়াখালী জেলা মেডিকেল প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপার বোয়ালিয়া থেকে রাঙ্গাবালীর কোড়ালিয়ার স্পীড বোট ঘাটে চাঁদা দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষের হামলায় আহত ৩। উক্ত ঘটনায় গুরুত্বর আহত উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত বজলু মোল্লার ছেলে রাসেল মোল্লা (৪০), লিটন আকন এর ছেলে খোকন (২৬) ও একই উপজেলার পানপট্টি গ্রামের হানিফ মৃধার ছেলে শামীম (৪০) বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। ঘটনার বিষয়ে আহতরা জানান, ২৯ আগষ্ট ২০২৫ শুক্রবার থেকে রাঙ্গাবালীর উপজেলার কোড়ালিয়া স্পীড বোট ঘাটের ২ জন ম্যানেজারকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে ২ লাখ টাকা চাঁদার দাবিতে টিকিট কাউন্টার বন্ধ করে দেন স্থানীয় কালু মৃধা, জসিম মৃধা, নাসির
মৃধা, মহাসিন মৃধা, পিন্টু মৃধা, হেলাল, ফেরদৌস বেল্লাল, রিয়াদ, জাফর, জুবায়েদ, জুলহাস। ঐ দিনই বিষয়টি সুরাহা করার জন্য স্পীড বোট মালিক পক্ষের কয়েকজন আলোচনার জন্য বিকেল সাড়ে ৫ টার সময় কোড়ালিয়া ঘাটে উপস্থিত হন। খবর পেয়ে সন্ধ্যার পরে চাঁদাবাজ চক্রের ৫০ থেকে ৬০ জন লোক তাদের উপর অতর্কিত হামলা চালায় এতে ঘটনাস্থলে ৩ জন গুরুত্বর আহত হন।
এ বিষয়ে রাঙ্গাবালী থানা ও গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে আহতরা জানান।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার জানান, কোড়ালিয়া ঘাটে মারধরের ঘটনার বিষয়টি জানতে পেরেছি। অভিযোগ পেলে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।