গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব মশিউর রহমানকে ঢাকার হাতিরঝিল থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার বিকালে হাতিরঝিলের মহানগর প্রজেক্টের ২ নম্বর গেইট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার রাজিব আল মাসুদ আজকের ভোরের কন্ঠকে মশিউরের গ্রেপ্তারের তথ্য দিয়ে বলেন, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে।
কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তা বৃহস্পতিবার বলা যাবে।
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ দাবি করেন, বিকাল ৫টার দিকে মহানগর প্রজেক্টের ২ নম্বর গেইট থেকে সাদা পোশাকের ডিবি মশিউরকে তুলে নিয়ে যায়।
এর আগে গত ১ অগাস্ট ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
তাকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে ওই সময় দাবি করে সংগঠনটি।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★