মো: বাপ্পি মেডিক্যাল প্রতিনিধি,পটুয়াখালী।।
গলাচিপা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার গোলখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়, ইট ধ্বংস করে এবং ১,৪০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা এবং পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. আসাদুজ্জামান। অভিযানে সহায়তা করে পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের বিশেষ টিম।
অভিযানে যেসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে: মেসার্স বিবিসি ব্রিকস – মালিক বশির তালুকদার (জরিমানা: ৫০,০০০/- টাকা), মেসার্স ভাই ভাই ব্রিকস – মালিক গোলাম কিবরিয়া ইমন প্যাদা ও জাকির চৌকিদার (জরিমানা: ৪০,০০০/- টাকা), মেসার্স হাওলাদার ব্রিকস – মালিক সোহাগ হাওলাদার (জরিমানা: ৫০,০০০/- টাকা)।
অভিযানে প্রতিটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয় এবং ভাটা বন্ধের মুচলেকা নেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★