মোঃবাপ্পি মিয়া, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে প্রতারণার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলার ভূমি অফিসের সামনে চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা গ্রামের স্থানীয় বসবাসরত আনোয়ার হাওলাদার, মনির হাওলাদার, রিপুতি বালা, আজিজুল শিকদারসহ শত শত মহিলা-পুরুষের অংশ গ্রহণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দাবি করেন, চরবাংলায় জমি পাইয়ে দেওয়ার জন্য ভূমি দস্যু ও প্রতারক সিরাজ খাঁ,জালাল তালুকদার, শাহজাহান তালুকদার, ফারুক মীর ও মজিবর হাওলাদার মিলে একটি সমিতি করে। ঐ সমিতির সদস্য অসহায় খেটে খাওয়া সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে বহিরাগত বিত্তবানদের কাছ থেকে বড় অংকের টাকা নিয়ে তাদেরকে জমি পাইয়ে দেয়। তাতে করে উক্ত চরে স্থায়ী বসবাসরত ব্যক্তিরা জমি থেকে বঞ্চিত হয়। তাই বহিরাগতদ প্রভাবশালী ব্যক্তিদের নামের জমির বন্দোবস্ত বাতিল করে গরীব অসহায়দের ভিতরে জমি বন্টনের দাবি জানান।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★