গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নর পাতাবুনিয়া গ্রাম থেকে দশমিনা উপজেলার পাতারচর (চর-ঘুর্ণী) ফুটবল খেলতে যাওয়ার পথে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারে থাকা ২০-২৫ জন সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও জামাল (২৫) নিখোঁজ হয়।
এসময় ট্রলারে থাকা ২০-২৫ জন সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও জামাল (২৫) নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরে বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক দক্ষিণ নিমহাওলা গ্রামের কালাম শরীফের পুত্র।
অনেক খোঁজাখুঁজির পরে বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক দক্ষিণ নিমহাওলা গ্রামের কালাম শরীফের পুত্র।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেল ৫ টার দিকে পাতাবুনিয়া গ্রামের সিকদার বাড়ির পূর্ব পাশের নদীতে। স্থানীয়রা ট্রলার ও নৌকা নিয়ে তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়েছে।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★