পটুয়াখালি মেডিকেল প্রতিনিধি মো: বাপ্পী
পটুয়াখালীর গলাচিপায় মিথ্যে ধর্ষণ চেষ্টা মামলা প্রত্যাহারের দাবিতে মো. হারুন বিশ্বাসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ আগষ্ট ২০২৫ ইং রোজ শনিবার সকাল ১০ টায় কালুখা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হারুন বিশ্বাস বলেন, তার নিজ ঘর থেকে একটি রিচার্জেবল একটি ব্যাটারি চুরি হয়। এ বিষয়ে চোর সনাক্ত করার ক্ষেত্রে তৎপরতা শুরু হয়। সে বিষয়টি ধামাচাপা ও একই বাড়ির মোজাম্মেল বিশ্বাস তার নিজ স্ত্রীর সাথে ঝগড়াঝাটিসহ মারপিট করলে স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যায়। তার স্ত্রীকে হারুন বিশ্বাসকে বাপের বাড়ি থেকে এনে দিতে বল্লে তাতে রাজি না হওয়ায় প্রতিহিংসামূলক ভাবে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত জোসনা বেগমকে টাকা দিয়ে এ মিথ্যে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে। তাই এ মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত জোসনার আপন ছোট ভাই মাসুম হাওলাদার, আপন মামা মুজাফফর বিশ্বাস, ছত্তার বিশ্বাস ও প্রতিবেশী আ. মন্নান হাওলাদার তারা বলেন, এ মামলা হওয়ার পরে তাদের সাথে জোসনা বলেছে মোজাম্মেল বিশ্বাস তাকে ভূল বুঝিয়ে এ মিথ্যে ধর্ষণ চেষ্টা মামলা করিয়েছে এবং তাদের কাছে জোসনার স্বীকার উক্তি মূলক অডিও রেকর্ডও আছে।
উল্লেখ্য গত ১১ অক্টোবর ২০২৫ ইং পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের বাসিন্দা মো. শাহআলম মৃধার স্ত্রী জোসনা বেগম (৪০) বাদী হয়ে বরগুনা জেলার আমতলীর রাওগা গ্রামের বাসিন্দা মৃত আফছার উদ্দিন এর ছেলে এক নম্বর আসামি মো. জিয়াউল হক (৩৫) ও উপজেলার গোলখালীর বড় গাবুয়া গ্রামের বাসিন্দা নুরহোসেন বিশ্বাস এর ছেলে মো. হারুন বিশ্বাসকে দুই নম্বর আসামি করে একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে। যার পিটিশন মামলা নম্বর ৬৮১/২০২৫, ধারা -নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধিত ২০০৩) সনের ৯ (৪) (খ) ৩০
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★