গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হতে মরিয়া আওয়ামী ফ্যাসিস্ট আমলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আকন মোঃ আবু সাঈদ।
স্থানীয় সূত্রে জানা যায়, মেম্বার আবু সাঈদ আওয়ামীলীগ সরকারের আমলে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে ফ্যাসিস্ট সরকারের অবৈধ নির্বাচন পরিচালনা করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করে এখন আবার তিনি প্যানেল চেয়ারম্যান হতে মরিয়া। সূত্র জানায় প্যানেল চেয়ারম্যান হওয়ার জন্য তিনি বিভিন্ন পর্যায়ে লবিং চালাচ্ছেন। বিগত দিনে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কাজের জন্য জেলও কেটেছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আমার কাছ থেকে গভীর নলকূপ দিবে বলে টাকা নিছে কিন্তু এখনও নলকূপের কোন খবর নেই। জনগণের সাথে প্রতারণা করে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন তিনি । নলকূপের নাম করে এরকম অনেক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার খবর পাওয়া গেছে। এলাকার মানুষ সাঈদ মেম্বারের অত্যাচারে অতিষ্ঠ। স্থানীয় জনগণ জানান তাদের আশা-আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবু সাঈদ কে প্যানেল চেয়ারম্যান করা হলে তারা মানববন্ধন ও বিক্ষোভ করবেন। তারা আরো জানান আমরা কখনোই আবু সাঈদকে প্যানেল চেয়ারম্যান হিসেবে মেনে নেব না। গোলখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আনোয়ারুল হোসেন ও উপজেলা যুবদলের ১ নং সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মঈন বলেন গোলখালি ইউনিয়নের জনগণ ফ্যাসিস্টের দোসর আবু সাঈদকে কখনো প্যানেল চেয়ারম্যান হিসেবে মেনে নেবে না।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★