গলাচিপা প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হঠাৎ করে সরব হয়ে উঠেছে একটি গোষ্ঠী। এই নির্বাচন দীর্ঘদিন ধরে স্থগিত থাকা সত্ত্বেও, জাতীয় নির্বাচন যখন দোরগোড়ায়, ঠিক তখনই এই ইস্যু সামনে আনার পেছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক হাসান মামুন।তিনি বলেন, “ডাকসু নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ছাত্ররাজনৈতিক অনুশীলন হলেও, সেটিকে সামনে এনে এখন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার সুস্পষ্ট অপতৎপরতা চালানো হচ্ছে। এটা নিছক ইস্যু নয়, বরং গণতন্ত্রের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার এক সুপরিকল্পিত কৌশল।”
'মিত্র'দের মুখোশ খুলে যাচ্ছে হাসান মামুন আরও বলেন, “বিএনপি এখন এমন এক মোড়ে এসে পৌঁছেছে, যেখানে তাদের অনেক দিনের তথাকথিত ‘মিত্র’দের আসল চেহারা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। এই ডাকসু ইস্যু নিয়েই দেখা যাচ্ছে, কারা আসলে গণতন্ত্র চায়, আর কারা নিজেদের স্বার্থে বিভ্রান্তি ছড়াতে তৎপর।”তিনি মনে করেন, বিএনপির জন্য এটি এক ধরনের আশীর্বাদ— রাজনৈতিক বিভ্রান্তির এই কুয়াশায় সত্যিকারের সহযাত্রী ও ছদ্মবেশী মিত্রদের আলাদা করে চেনার সুযোগ সৃষ্টি হয়েছে। “এবার বিএনপি বুঝতে পারবে, কাদের ওপর ভরসা করা যায়, আর কারা কেবল রাজনীতির ফায়দা লুটতে পাশে থেকেছে,”— বলেন তিনি।গণতন্ত্রের পথে বাধা তৈরির কৌশল হাসান মামুন অভিযোগ করেন, “ডাকসু নির্বাচনকে অজুহাত হিসেবে ব্যবহার করে জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে বাধাগ্রস্ত করতে চায় একটি মহল। তারা জানে, জাতীয় নির্বাচন এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের বড় হাতিয়ার। তাই বিভ্রান্তিমূলক ইস্যু তুলে এনে তারা মূল আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়।”
তিনি আরও বলেন, “যারা এখন ডাকসু ইস্যুতে মুখর, তারা কি সত্যিই ছাত্ররাজনীতির পুনর্জাগরণ চান, না কি জাতীয় রাজনীতিতে গোলমাল বাঁধানোর একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছেন— এই প্রশ্নের উত্তর সময়ই দেবে।”জনগণ সচেতন, ষড়যন্ত্র সফল হবে না হাসান মামুন আশাবাদ ব্যক্ত করে বলেন, “জনগণ এখন অনেক সচেতন। তারা জানে কোন ইস্যু আসল আর কোনটা কৃত্রিমভাবে তৈরি বিভ্রান্তি। জাতীয় নির্বাচন সামনে রেখে যেকোনো ধোঁয়াশা তৈরির চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে।”তিনি বিএনপিকে সতর্কভাবে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এটা সময় আত্মসমালোচনার, সময় মিত্রকে যাচাই করার এবং সময় কৌশলগত ঐক্য মজবুত করার। ষড়যন্ত্রের জাল ছিঁড়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত।”
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★