বরগুনা থেকে আসাদুজ্জামান আসাদ।।
বরগুনার তালতলী উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে। আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ছগির হাওলাদার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু, আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান, চার ইউপি চেয়ারম্যানসহ ১০১ জনকে আসামি করা হয়।
এছাড়াও আরও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির ইফতার অনুষ্ঠানে ধারালো অস্ত্র, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ও প্যান্ডেল পুড়িয়ে ফেলা হয়। পরে বিএনপি অফিসে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা
হয় এবং মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়। আদালত মামলাটি আমলে নিয়ে বরগুনা গোয়েন্দা পুলিশের ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★