
- মো: বাপ্পি ,পটুয়াখালী মেডিক্যাল প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ চরখালী গ্রামের মো: বাহাদুর মিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় দেশের মধ্যে ৪০তম স্থান অর্জন করেছেন। তার এ সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বইছে।
বাহাদুর মিয়া গলাচিপা সদর ইউনিয়নের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের তোলারাম সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তার বাবা মো: জাকির মাতুব্বর এক গর্বিত অভিভাবক হিসেবে ছেলের এই অর্জনে অত্যন্ত খুশি।
পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, ছোটবেলা থেকেই বাহাদুর মিয়া পড়াশোনায় মেধাবী ছিলেন। তার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আজ সে দেশের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।
বাহাদুর মিয়ার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।