ভারত বিশ্বকাপের সময় সূচি নিয়ে জলঘোলা কম হয়নি, সেটা থামার ও যেন কোনও লক্ষণ নেই। আজ আনুষ্ঠানিক ঘোষণায় ৯টি ম্যাচের সূচি পরিবর্তনের ঘোষণা দিয়েছে আইসিসি। এর মধ্যে রয়েছে বাংলাদেশের ৩টি ম্যাচ; সেই সাথে আগে থেকেই পরিবর্তনের আভাস পাওয়া ভারত-পাকিস্তান ম্যাচও রয়েছে।
যেসব সূচিতে এসেছে পরিবর্তন-
১০ অক্টোবর - (ইংল্যান্ড-বাংলাদেশ; সকাল ১১.০০)
১০ অক্টোবর - (পাকিস্তান-শ্রীলঙ্কা; দুপুর ২.৩০)
১২ অক্টোবর - (অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা; দুপুর ২.৩০)
১৩ অক্টোবর - (নিউজিল্যান্ড-বাংলাদেশ; দুপুর ২.৩০)
১৪ অক্টোবর - (ভারত-পাকিস্তান; দুপুর ২.৩০)
১৫ অক্টোবর - (ইংল্যান্ড-আফগানিস্তান; দুপুর ২.৩০)
১১ নভেম্বর - (অস্ট্রেলিয়া-বাংলাদেশ; সকাল ১১.০০)
১১ নভেম্বর - (ইংল্যান্ড-পাকিস্তান; দুপুর ২.৩০)
১২ নভেম্বর - (ভারত-নেদারল্যান্ডস; দুপুর ২.৩০)
পরিবর্তন আসায় ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা ১০ অক্টোবরে দিবারাত্রির ম্যাচের পরিবর্তে শুরু হবে সকালে। সেই সাথে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ১৪ অক্টোবরে হওয়ার কথার থাকলেও এখন হবে ১৩ অক্টোবরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচতা ১২ নভেম্বর হওয়ার কথা থাকলেও এখন হবে ১১ নভেম্বর সকালে।
এক নজরে ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের সময় সূচি-
সুচির পরিবর্তনের পাশাপাশি অবশেষে আনুষ্ঠানিকভাবে টিকেট বিক্রির তারিখও ঘোষণা করেছে আইসিসি। পরিবর্তিত সুচির ৯টি ম্যাচই পূর্বনির্ধারিত ভেন্যুতেই চলবে।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★