দিন যত সামনে এগোচ্ছে ততই বরগুনা ১ আসনে বরগুনা সদর,আমতলী,তালতলী উপজেলায় মশিউর মশিউর ডাক পরেছে প্রত্যেক গ্রাম অঞ্চল, ইউনিয়ন,শহর,বন্দর,পৌরসভা ও উপজেলাও ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বরগুনা ১ আসনের (বরগুনা সদর,আমতলী ও তালতলী) সাবেক বরগুনা জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মো: মশিউর রহমান আকন । তিনি বরগুনা সদর ,আমতলী,তালতলী উপজেলার প্রতিটি গ্রামে ও হাট-বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে।
আজ বুধবার দিনব্যাপী আমতলী উপজেলার প্রানকেন্দ্র আমতলী পৌরসভা। এ পৌরশহরের মধ্যে দিনরাত ও উপজেলার আনাচে-কানাচে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করতেছে মো: মশিউর রহমান আকন।
তিনি প্রতিদিন নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা চালিয়ে যাচ্ছেন।
বরগুনা আমতলী,তালতলী এলাকা ঘুরে জানাগেছে,
বরগুনা ১ আসনে (বরগুনা সদর,আমতলী, তালতলী)নির্বাচনীয় এলাকার মধ্যে প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছেন মো: মশিউর রহমান আকন ।
তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং বরগুনা,আমতলী,
তালতলী উপজেলাবাসীকে মাদকমুক্ত,চুরি,ডাকাতি,
ছিনতাই,নারী নির্যাতন,পুরুষ নির্যাতনসহ অমানবিক ও অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িতদের চুল পরিমানও ছার দিবেন না এমনটাই প্রতিশ্রুতি দিচ্ছেন মশিউর রহমান আকন। তিনি আরো বলেন,তার নির্বাচনী এলাকায় ভোট প্রার্থনা আগে থেকেই করে যাচ্ছেন। এসময় তিনি নারীদের অর্থনৈতিক উন্নয়ন’সহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের মাঝে।
আমতলী সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো: আরিফ উর রহমান বলেন,মো. মশিউর রহমান আকন এমপিপ্রার্থী হিসেবে জনগনের কাছে সমর্থনের অনেকটা জায়গা করে নিয়েছেন। এমনটা দাবি অনেকেরই তিনি বরগুনা ১ আসনের (বরগুনা আমতলী,তালতলীর এমপি)।
গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী গ্রামের বাসিন্দা মো: মনির তালুকদার বলেন,আমরা বিগত দিনে নৌকায় ভোট দিয়েছি।তবে দেশের যে প্রতিকুল অবস্থা তাতে আওয়ামীলীগের ক্ষমতায় আসা বা নির্বাচনে অংশগ্রহণ করা সো টাফ।তবে আমরা এমপি নির্বাচনে মশিউর রহমান আকনকে ভোট দেবো।কেননা আমরা ভোট নস্ট করবোনা।
এবিষয়ে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী মো: মশিউর রহমান আকন, দৈনিক জনতা ও বাংলাদেশের খবর'কে জানান,বরগুনা সদর,আমতলী,তালতলী বিএনপির নেতা ও কর্মীরাও আমার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে, আশা করি আমরা জয়ী হবো।
তিনি আরো বলেন, আমি বিএনপির সংসদ সদস্য(এমপি)পদে নির্বাচিত হলে বরগুনা ১ আসনের বরগুনা সদর,আমতলী,তালতলী এলাকার বিভিন্ন রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য কাজ করব এবং আমি গনমানুষের ভোটের মাঠে আমিই শ্রেষ্ঠ হবো ইনশাআল্লাহ্ ।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★