বরগুনা প্রতিনিধিঃ আমতলীতে বরগুনা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ সভায় ২০২৫ সালের গত জানুয়ারী মাসে মাদক উদ্ধার, আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রন সহ সকল বিষয় বিবেচনায় জেলার শ্রেষ্ঠ এস আই হলেন মোঃ আজিজুর রহমান।
এসআই আজিজুর রহমান আমতলী থানায় যোগদানের পর দক্ষতা, সততা ও সাহসীকতার ভুমিকায় ভাল পারফরম্যান্স তৈরী করায় বরগুনা জেলার মাসিক অপরাধ ও কল্যান সভায় তাকে এ পুরস্কার দেয়া হয়েছে । এ খবর পেয়ে আমতলী থানায় সেবা নিতে আসা মানুষগুলো তাকে ধন্যবাদ জানিয়ে দোয়া কামনা করেন।
গত (১০ মে) রোজ শনিবার সকাল ১০ টায় বরগুনা এসপি অফিসে এক হল রুমে সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বরগুনা জেলার সকল থানার অফিসার ইনচার্জরাও উপস্থিত ছিলেন।
বরগুনা জেলা পুলিশ সুপার,মো: ইব্রাহিম খলিল(পিপিএম) এর হাত থেকে তিনি জেলার শ্রেষ্ঠ এস,আই হিসেবে পুরস্কারঅ গ্রহন করেন আমতলী থানার এসআই মো: আজিজুর রহমান।
এ পুরুস্কার বিতরনের সময় উপস্থিত ছিলেন বরগুনার জেলার পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★