মাদারীপুর সদর উপজেলা খোঁয়াজপুর ইউনিয়নের টেকেরঘাট নামক এলাকায়, ড্রেজার ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায়, মসজিদের মধ্যে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় গুরতর আহত হয়েছে ৩জন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে খোয়াজপুর ইউনিয়নের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।এদিকে সংঘর্ষে নিহত ২ ভাইয়ের বসতি ঘর ভাঙচুর ও লুটপাটসহ ৭টি বসতি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায়- এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
নিহত ২ ভাই হলেন,খোয়াজপুর ইউনিয়নের আজিবর সরদারের ছেলে -আতাউর রহমান সরদার ওরফে আতাবুর (৩৫) ও সাইফুল ইসলাম (৩০)। নিহত সাইফুল খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এ ঘটনায় গুরতর আহত তিনজন পলাশ সরদার (১৭), তাজেল হাওলাদার (১৮) ও অলিল সরদারকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, বালু ব্যবসাকে কেন্দ্র করে দু‘গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★