লামায় নদীর পাড়ে তামাক চাষ বন্ধে বিএটিবি’র কৃষক সমাবেশ
নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামায় পানির উৎস থেকে ৫০ ফুট দূরত্বে তামাক চাষ, তামাক চাষে শিশু শ্রম বন্ধ, কীটনাশক ব্যবহারের সময় বাধ্যতামূলক সুরক্ষা পোশাক পড়া এবং রিজার্ভ এলাকায় তামাক চাষ বন্ধে তামাক চাষীদের নিয়ে যৌথভাবে কৃষক সমাবেশ করেছে বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) ও জাপান টোব্যাকো কোম্পানি (জেটিআই) লামা অফিস। গত-বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৭ টায় বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে কৃষক সমাবেশে এই ঘোষণা দিয়েছে দুই কোম্পানির প্রতিনিধিরা। বিএটিবি লামা অফিসের উদ্যোগে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বিএটিবি’র এরিয়া ম্যানাজার মো. আল আমিন, লামা ডিপো ম্যানাজার রুহুল আমিন, আলীকদম ডিপো ম্যানাজার নাজিব মুবিন, জেটিআই লামা ডিপো ম্যানাজার খগেন চন্দ্র দাশ, আলীকদম লিফ বায়ার মো. আব্দুল হালিম। এছাড়া সভায় দুই শতাধিক তামাক চাষী সহ প্রমূখ। বিএটিবি’র এরিয়া ম্যানাজার মো. আল আমিন বলেন, যারা এবার পানির উৎস থেকে ৫০ ফুট কম দূরত্বে তামাক চাষ, তামাক চাষে শিশু শ্রম ব্যবহার, কীটনাশক ব্যবহারের সময় সুরক্ষা পোশাক পড়াবেনা এবং রিজার্ভ এলাকায় তামাক চাষ করবে তাদের তামাক কেনা হবেনা। তিনি সকল চাষীকে আইন মেনে তামাক চাষ করতে অনুরোধ জানান।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★