লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রোহান ও সিজান নামে দুই যুবক গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের ঘটনায় লালমনিরহাট সদর থানা পুলিশ চারজনকে আটক করেছে।
শুক্রবার (৭ মার্চ) দুপুর, সন্ধ্যা ও রাতে শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকায় এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন সিজান (২০), রোহান (২২), দুলালী, জাহানারা, আব্দুল হামিদসহ মোট আটজন। গুরুতর আহত সিজান ও রোহান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
আটককৃতরা হলেন—জিয়ারুল ইসলাম (২৩), সৈকত (১৮), শাহিনুর ইসলাম (২৬) ও সজিব (২৫)। পুলিশ ও স্থানীয়দের মতে, জুমার নামাজের সময় হাসাহাসিকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষের সৃষ্টি হয়।
প্রথম দফায় সংঘর্ষে সিজান ও তার পরিবার আক্রান্ত হন। এরপর সন্ধ্যায় সিজানের বন্ধুদের সঙ্গে আবার সংঘর্ষ বাধে। রাতের দিকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রোহান ও সিজানকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়, যার ফলে তারা গুরুতর আহত হন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং উত্তেজিত জনতা শফিকুলের বাড়িঘর ভাঙচুর করে। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, শফিকুল ও তার পরিবারের অত্যাচারে তারা অতিষ্ঠ। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানিয়েছেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★