
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় গলাচিপা থানার সামনে গলাচিপায় কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতিতে ঘন্টা ব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিলটন, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মো. হারুন অর রশিদ, দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি মো. নাসির উদ্দিন, দৈনিক কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি সাইমুন রহমান এলিট, দৈনিক প্রতিদিনের কাগজ উপজেলা প্রতিনিধি ইশরাত হোসেন মাসুদ, দৈনিক আমাদের অর্থনীতি উপজেলা প্রতিনিধি মাসুদ রহমান, এশিয়ান টিভির পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি মো. জসিম উদ্দিন, ৭১ টিভির উপজেলা প্রতিনিধি সাকিব হাসান, আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি মো. সোহেল আরমান, মোহনা টিভির জেলা প্রতিনিধি সোহাগ রহমান এবং দৈনিক স্বাধীনমত পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. হাফিজ উল্লাহ্। গলাচিপা উপজেলার সকল সাংবাদিকদের উপস্থিতিতে
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন। সাগর-রুনি হত্যাকান্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরই বিচার হয়নি বলে উল্লেখ করেন। তারা এই সরকারের আমলেই আসাদুজ্জামান তুহিনের হত্যার বিচারের দাবি জানান। অবিলম্বে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িত সকল আসামি গ্রেফতার হলেও দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তির দাবি জানান, যেন সাগর-রুনির বিচারের ঘটনার মত না ঘটে। বিচারের নামে কোন ধরনের বিতর্ক সাংবাদিকরা মেনে নেবে না বলে কঠিন হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে আগামীকাল মঙ্গলবার কলম বিরতির ঘোষণা দেন তারা।
গলাচিপা, রিপোর্ট