সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
এর সংক্রমণে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩৯৮ জনের।
গতকাল শনিবার (১২ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯০২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১০৪১ জন ও ঢাকার বাইরের এক হাজার ৮৬৪জন।
গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৪১১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪২ হাজার ৭৪৬ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৬৬৫ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ২৮০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ১০৪ জন এবং ঢাকার বাইরের ৩৭ হাজার ১৭৬ জন।
আভোক/শামুসুর/অন/ডেক্স