নীলফামারীর সৈয়দপুরের বিশিষ্ট সূফিবাদী সংগঠন, "আঞ্জুমান এ আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট" সৈয়দপুর উপজেলা শাখার ৪র্থ বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) শহরের পৌরসভা সড়কস্থ আদিবা কনভেনশন হলে উক্ত মহতী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শেখ নিজামউদ্দিন আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিকুর রহমান(মহি) আশরাফী(আহ্বায়ক,আইটি সাব কমিটি) ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খানকাহ্ আলিয়া আশারাফীয়া হাসানিয়া সারকারে কালাঁর সাধারণ সম্পাদক মো. আহমেদ আলী আশরাফী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আজহার সুলতান রিজভী, আহলে সুন্নাত সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি খলিফা সৈয়দ আসিফ আশরাফী,আহলে সুন্নাত পৌরশাখার সাধারণ সম্পাদক খালিদ আজম আশরাফী তালিমাতে সুফিয়া মিশন -এর সাধারণ সম্পাদক আনোয়ার রেজা আশরাফী প্রমুখ।
এছাড়াও এ আয়োজনকে ঘিরে একত্রিত হন বিভিন্ন সূফীবাদী সংগঠন, নাঈম উল আউলিয়া ফাউন্ডেশন, সারকারে কাঁলা ফাউন্ডেশন, আঞ্জুমান এ গাউসিয়ার, তালিমাতে সুফিয়া মিশন বাংলাদেশ-এর প্রতিনিধিবৃন্দ।
শেখ শামসুদ্দিন সাম্মু আশরাফীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শেখ ফরিদ আশরাফী।
এই মহতী আয়োজনকে সফল করতে যারা ভূমিকা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উপস্থিত সবাই আঞ্জুমান এ আশরাফীয়ার সমাজসেবামূলক কার্যক্রমকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও ব্যাপকভাবে করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★