🇧🇩ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওতে এক নারী ৬০ বছর ধরে ভাত না খেয়ে স্বামীর দেয়া কসমকে প্রাধান্য দিয়েছেন জাহানারা নামের এক বৃদ্ধা নারী।
স্বামীর ‘কসম’ রাখতে ৬০ বছর ভাত খাননি জাহানারা বেগম।এটা ইতিহাস পাতায় লেখা হোক এমনটাই দাবী করেছেন জাহানারা বেগম।
স্বামীর দেওয়া ‘কসম’ রাখতে প্রায় ৬০ বছর ধরে ভাত খান না ৭৫ বছরের বৃদ্ধা জাহানারা বেগম। ভাতের পরিবর্তে রুটি, বিস্কুটসহ অন্যান্য খাবার খেয়ে দিন যাপন করছেন তিনি।
দুই সন্তানের মা জাহানারা বেগম ঠাকুরগাঁও সদর উপজেলা গোবিন্দ নগর মুন্সিরহাট এলাকার হাফিজুর রহমানের স্ত্রী।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাগেছে , মাত্র ১১ বছর বয়সে জাহানারা বেগমের বিয়ে হয়। বিয়ের বছরখানেকের মধ্যেই জন্ম নেয় প্রথম সন্তান। দুই বছর পর আরও একজন। দুই সন্তান নিয়ে বেশ সুখে চলছিল তাদের দাম্পত্য জীবন। হঠাৎ একদিন পারিবারিক কলহ বাঁধে এই দম্পতির। কলহের একপর্যায়ের স্বামী হাফিজুর রহমান রাগান্বিত হয়ে তাকে বলেন, ‘তুই যদি আমার বাড়ির ভাত খাস, তাহলে তোর দুই সন্তানের মাথা খাবি’।
পরবর্তীতে বিবাদ মিটে গেলেও সেদিনের পর থেকে জাহানারা বেগম আর কখনো ভাত মুখে তোলেননি। ৬ বছর আগে স্বামী হাফিজুর রহমান বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তবে স্বামীর প্রতি তার কোন ক্ষোভ নেই, নেই অভিমান।তবে স্বামীর আদেশ মেনে নেয়াটা বড় বিষয় নয় বিষয় হচ্ছে, সন্তানের মঙ্গলের জন্য এ মুখপুরা শর্ত মেনে নেয়া।কালের বিবর্তনে এটা একটা গল্পের ধারা হয়ে রইলো এ "কসম"।
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সসম্পাদক ফোন:01622678073
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★