
মোঃ নাসির উদ্দিন,স্টাফ রিপোর্টার,পটুয়াখালী।
গলাচিপা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত নেতা মোঃ আসাদুজ্জামান সবুজ বর্তমানে শারীরিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। একই সঙ্গে সাবেক ছাত্রনেতা হিসেবে সুপরিচিত এই রাজনৈতিক ব্যক্তিত্বের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় রাজনীতিক মহল, দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বিরাজ করছে।
দলীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন তিনি। তার দ্রুত আরোগ্য কামনা করে পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী বলেন, “সবুজ ভাই শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি আমাদের অভিভাবকতুল্য। তার দ্রুত সুস্থতা কামনায় আমরা সকলে মহান আল্লাহর দরবারে দোয়া করছি।”
উল্লেখ্য, মোঃ আসাদুজ্জামান সবুজ গলাচিপা উপজেলার রাজনৈতিক অঙ্গনে একজন পরিচ্ছন্ন ও দক্ষ সংগঠক হিসেবে সুপরিচিত। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি।