
আমতলীতে নবীজিকে কটুক্তি করায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক
বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কটুক্তি করা এবং বিজেপি সাংসদ নিতেশ নারায়ন এর সমর্থন করার প্রতিবাদে সারা বিশ্বে মুসলিম জনতা ক্রমাগতভাবে এ প্রতিবাদ ও বিচার দাবী করে মানববন্ধন ও আলোচনা সভা ও কর্মসূচির আয়োজন করেন।
এতে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের প্রত্যেক জেলা,উপজেলা,এমনকি ইউনিয়নের মসজিদের ইমাম, মুয়াজিন, মুছুল্লি, মাদ্রাসার ছাত্র/ছাত্রী,শিক্ষক,শিক্ষিকা ও কর্মচারীরাসহ এ প্রতিবাদের অংশ হিসেবে সর্বস্তরের মুসলিম উম্মারাও প্রতিবাদে অংশগ্রহ করেন।
গতকাল শনিবার বিকাল ৫টায় আমতলী বন্দর হোসাইনিয়া মাদ্রাসার সামনে জমইয়াতে হিযবুল্লাহ যুব হিজবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহসহ বিভিন্ন স্তরের আলেম ওলামারা উপস্থিত হয়ে মানববন্ধন ও আলোচনা সভা শেষে মোনাজাত সম্পন্ন করেছেন।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন , সভাপতি মোঃ ইউসুফ আলী সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মেহনাজ উদ্দিন,বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ আমতলী উপজেলা শাখা।
এতে বক্তারা বলেন,বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কটুক্তি করা এবং বিজেপি সাংসদ নিতেশ নারায়ন এর সমর্থন করার প্রতিবাদে আমাদের নিন্দা ও ক্ষোভ।
এতে আরো উপস্থিত ছিলেন,জমইয়াতে হিযবুল্লাহ যুব হিজবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহসহ বিভিন্ন স্তরের আলেম ওলামাদের উপস্থিত হয়ে মানববন্ধন ও আলোচনা সভা শেষ করে দোয়া মোনাজাত সম্পন্ন করেছেন।