
বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযোগ কিশোর গ্যাং সদস্য সহ ৪ জনের বিরুদ্ধে।
রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নে ৩নং ওয়ার্ডে মোঃ চৌধুরী (৭০) নামের এক বৃদ্ধকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (৩১অক্টোবর) সকাল ৯টায় নিজ বাড়ির সামনে ওই ঘটনার শিকার হয়েছেন তিনি। মুমুর্ষ অবস্থায় তাকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ উঠেছে কিশোর গ্যাং সদস্য ইলিয়াস হোসেন প্রনাম, মুরাদ হোসেন, ইন্ধন দাতা বোরহান উদ্দিন, জাবেদ ও অজ্ঞাত আরও ৫ জনের বিরুদ্ধে।
এ ব্যাপারে মো চৌধুরী জানান, শুক্রবার দরবেশপুরের সমিতির বাজারে যুবদলের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের লোকজনদের দাওয়াত দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই তিনি হামলার শিকার হয়েছেন।
এই ঘটনায় রামগঞ্জ থানায় অজ্ঞাত সহ ৯ জনকে আসামি করে একটি অভিযোগ করেন মো চৌধুরীর ছেলে সিয়াম হোসেন।
রামগঞ্জ থানার এস আই মো দেলোয়ার হোসেন বলেন, অভিযোগটির সত্যতা পাওয়া গেছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।