
জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন বরগুনার বিএনপির এমপি প্রার্থী মশিউর রহমান আকন।
- এস এম সুমন রশিদ।।
আজ রোববার বাংলাদেশ জাতিয়তাবাদি বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরগুনা ১ আসনের
জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে থাকা তরুণ প্রজন্মের আইকন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্যাগী, মিথ্যা মামলায় জেল জুলুমের শিকার, নির্যাতিত একজন জনবান্ধব রাজনীতিবীদ মশিউর রহমান আকন শুভেচ্ছা জানিয়েছেন।
এ শুভেচ্ছাবানীতে বরগুনার বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ মশিউর রহমান আকন বলেন, তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত দল তিনবার রাষ্ট্রক্ষমতায় আসীন হয়।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের ওপর আক্রমণ করার পর তিনি পাকিস্তানী অধিনায়ককে বন্দী করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ২৬ মার্চ তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন অসীম বীরত্বে। সেদিন থেকেই দেশবাসী তাঁর অসাধারণ নেতৃত্বের পরিচয় পায়। স্বাধীনতাত্তোর দূ:সহ স্বৈরাচারী দূঃশাসনে চরম হতাশায় দেশ যখন নিপতিত, জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়া যখন বাধাগ্রস্ত হয় ঠিক সেই সংকটের এক পর্যায়ে জিয়াউর রহমান জনগণের নেতৃত্বভার গ্রহণ করেন।
তিনি আরো বলেন, শহীদ জিয়ার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অবিস্মরণীয় অবদান হচ্ছে দক্ষিণ এশিয়া আঞ্চলিক জোট ‘সার্ক’ গঠন করা। দেশের স্বাধীনতা সুরক্ষা ও সার্বভৌমত্ব শক্তিশালী করে জাতির মর্যাদাকেও বিশ্বব্যাপী প্রশংসিত করেছেন তার শাসনামলে। তাই দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা নিজেদের নীলনক্শা বাস্তবায়নের কাঁটা ভেবে জিয়াকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু তাঁর এই আত্মত্যাগে জনগণের মধ্যে গড়ে উঠে দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে এক ইস্পাতকঠিন গণঐক্য।