
- বরগুনা প্রতিনিধি
বরগুনা আমতলীতে গতকাল (১৪ ফেব্রুয়ারী)পবিত্র লাইলাতুল শবে বরাত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল মন্তব্যে বিতর্কের সৃষ্টি করেছেন রাসেল নামের এক ব্যাক্তি।
শবে বরাত নিয়ে কটুক্তি করায় ধর্মপ্রাণ মুসল্লীদের মধ্যে উঠেছে সর্বত্র নিন্দার ঝড়।
ফেসবুকে পোষ্ট করে স্হানীয় মুসুল্লিদের তোপের মুখে পড়ে পোস্ট ডিলিট করছে।
পোস্টটি ডিলেট করলেও এমন ঘটনার তিব্র নিন্দার ঝড় তুলেছে গোটা মুসলিম সমাজ।
জানাগেছে ঐ যুবকের বাড়ি আমতলী পৌরসভায়। কটুক্তিকারী ব্যাক্তির নাম রাসেল (৪০)। রাসেল আমতলী পৌরসভার ৮নং ওয়ার্ডর মোঃ শানু রাজমিস্ত্রীর ছেলে।
মোঃ রাসেল তিনিও পেশায় একজন রাজমিস্ত্রী। তবে তার ফেসবুক ঘটে দেখা যায় তিনি একজন আহলে হাদিস মতাদর্শী। শবে বরাত নিয়ে তার মতাদর্শীদের পক্ষে এর আগেও অনেক পোস্ট শেয়ার করেছেন।
ফেইসবুক পোস্টে দেখা যায় Md Rasel Amtali (আস সালাফি) নামে প্রোফাইল থেকে পবিত্র শবে বরাত নিয়ে লিখেছেন ‘কুকুর পালা যেমন নাজায়েজ তেমনি শবে বরাত পালন করাও নাজায়েজ”
এমন ঘটনা ফেসবুক জুড়ে প্রতিবাদ ও নিন্দা অব্যাহত রয়েছে। পোস্টটির বিরুদ্ধে বহু মানুষ প্রতিবাদ জানিয়ে লিখেছেন, এই নাস্তিকের বিচার আমতলীর জনগন করবে ইনশাল্লাহ।
এনিয়ে এক ভিডিওতে দেখা যায়, কটুক্তি করে রাসেল নামে ঐ যুবক আমতলী বাধঘাট মাছ আজ শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটার সময় বাজার এলাকায় আসলে মসজিদ মুসুল্লীদের তোপের মুখে পড়ে। কটুক্তিকারী তোপের মুখে পড়ে মুসুল্লিদের উদ্দেশ্যে বলে, ইউএনও অফিসে ও ইসলামিক ফাউণ্ডেশনে আমাকে নিয়ে চল ” আমার ভুল হলে আমি শাস্তি মেনে নেব “।
রাসেল প্রতিবাদিদের উত্তেজনা দেখে ঘটনাস্হল থেকে চলে যান। পরবর্তীতে ভুল স্বীকার করে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন, “প্রচলিত নিয়মে শবেবরাত পালন রাসুল সঃ , সাহাবা ও তাবেয়িগন কখনোই করেন নি। তাই ইহা সুস্পষ্ট বিদায়াত। এ ব্যাপারে লিখতে গিয়ে পূর্বের স্ট্যাটাসে আমার ভাষাগত ত্রুটি হওয়ায়, আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।”
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, এটা আমি দেখেছি আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। কটুক্তিকারীকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।