
- পটুয়াখালী মেডিক্যাল প্রতিনিধি, মো. বাপ্পি।।
আমরা প্রতিশোধ চাই না, গণতন্ত্র চাই”
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পটুয়াখালীতে
আমরা প্রতিশোধ চাই না, গণতন্ত্র চাই” এমন কথা বলেছেন জেলা বিএনপির সমাবেশে এ কথা বলেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
আরো বলেছেন, “আমরা হামলা-মামলার শিকার হয়েছি, কিন্তু রাজপথ ছাড়িনি। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ আমাদের ওপর যে অত্যাচার, নির্যাতন, হামলা-মামলা চালিয়েছে, তার প্রতিশোধ নিতে চাই না। আওয়ামী লীগ কুকুরের মতো কামড়েছে, কিন্তু আমরা তা করবো না।”
তিনি আরও বলেন, “আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক।” মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পটুয়াখালীতে জেলা বিএনপির সমাবেশে এ কথা বলেন তিনি।