
- ডেক্স, কাগজের ডাক
গণঅধিকার পরিষদ রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পাওয়াতে আজ ০৩/০৯/২০২৪ ইং রোজ মঙ্গলবার গণঅধিকার পরিষদ, যশোর জেলা শাখা কতৃক আনন্দ মিছিলের আয়োজন করা হয়। উক্ত আনন্দ মিছিলে যশোর জেলা শাখা এবং উপজেলা শাখার গণ,ছাত্র,যুব,শ্রমিক,পেশাজীবি অধিকার পরিষদ অংশগ্রহণ করে। উক্ত আনন্দ মিছিলটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে যশোর মনিহার চত্তরে গিয়ে অবস্থান করে। সেখানে কেন্দ্রীয়, জেলা এবং উপ- জেলার ভিভিন্ন পর্যায়ের নেতাবর্গ বক্তব্য রাখেন। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা হিসাবে উপস্থিত ছিলেন “এবিএম আশিকুর রহমান আসিক (সহ- ভূমি ত্রান ও পুর্নবাসন সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), কেন্দ্রীয় যুব অধিকার পরিষদ থেকে ” মোঃ শাহাবুদ্দিন শান্ত(সহ-মানবধিকার সম্পকদ, কেন্দ্রীয় সংসদ), মোঃ ইন্জঃ আরিফ জামান (সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় সংসদ), কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে ” মোঃ রাজু মিয়া (সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদ কেন্দ্রীয় সংসদ) মেছাঃ কবিতা খাতুন (খুলনা বিভাগীয় সমন্বয়ক),
আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ জেলা শাখার শেখ ফরহাদ রহমান মুন্না-( আহবায়ক, যশোর জেলা), মো: সুয়াইব হুসাইন (সদস্য সচিব, যশোর জেলা) মোঃ আরিফুল ইসলাম ( যুগ্ন সদস্যসচিব, যশোর জেলা শাকা) মোঃ আব্দুল্লাহ ( যুগ্ন আহবায়ক, যশোর জেলা), মোঃ শান্ত খান ( যুগ্ন আহবায়ক, যশোর জেলা), মোঃ আব্দুল্লাহ আল মামুন মন্টু( যুগ্ম আহবায়ক, যশোর জেলা) আরো অনেকে।
যুব অধিকার পরিষদ থেকে উপস্তিত ছিলেন সাবেক সভাপতি মো: মাছুমবিল্লাহ, মোঃ মিলন শেখ, মোঃ রুবেল সহ আরো অনেকে
যশোর জেলা শ্রমিক অধিকর পরিষদ থেকে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির মুরাদ, সাধারণ সম্পাদক যশোর জেলা, যুগ্ন সাধারন সম্পাদ মো: সানি, সহ আরো অনেকে। ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ আল মামুন,( সভাপতি, জেলা শখা), মোঃ নাছিম রেজা(সাধারণ সম্পাক), মোঃ ইয়াছিন আরাফাত( সাংগঠনিক সম্পাদক, যশোর জেলা) মোঃ নুর আলি ( অর্থ সম্পাদক), মোঃ বাঁধন(দপ্তর সম্পাদ) মোঃ সজন( সহ সাধারণ সম্পাদক যশোর জেলা) সহ আরো অনেকে উপস্থিত ছিলে। পরর্তীতে পুনরায় মিছিলটি কর্যালয়ে ফিরে আসে সেখানে মিষ্টি বিতরন করার মধ্যদিয়ে প্রোগ্রাম শেষ হয়।